Assignment

শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হওয়ার কারণ

তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া  কি কারনে হয় বলে তুমি মনে করো?

ডায়রিয়া ও জ্বর হলে করণীয়

আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া ব্যাকটেরিয়া সংক্রমনের কারণে হয়।
ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে ।
অপরিষ্কার হাত হতে জীবাণু, যার মাধ্যমে সহজেই এরা মুখগহ্বরের ঢুকে যেতে পারে ।
আমরা যে জামা কাপড় ব্যবহার করি, তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে ।
বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে।

হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে
পচা-বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় । ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা মানুষের শরীরের বিভিন্ন রোগ ছড়ায় ।

দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ কি কারনে হয়

 স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে

Back to top button