পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে

general science

পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করো।

সমস্ত ছাত্র চলমান অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর পেতে আগ্রহী। কারণ খুব শীঘ্রই সমস্ত সপ্তাহের সমস্ত কার্যাদি প্রস্তুত করে স্কুলে জমা দিতে হবে। কোনটি মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের পদোন্নতি দেওয়া হবে। আপনি ক্লাস সিক্স এসাইনমেন্ট প্রশ্ন সমাধান সম্পর্কে সম্পূর্ণ বিশদ জানতে পারেন

তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।

টেবিলের আয়তন = ২,০০,০০০  ঘন সেন্টিমিটার

সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।

তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে।

আমরা জানি,

১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার

১ ঘন সেন্টিমিটার = ( ১ / ১০০০ )  লিটার

২,০০,০০০  ঘন সেন্টিমিটার = ( ১ X ২০০০০০) / ১০০০ লিটার

= ২০০ লিটার।

সুতরাং, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে ২০০ লিটার পানি ধরবে। যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করা হলো ।

  1. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো
  2. ঘরের কতটুকু জায়গা আয়তন দখল করেছে তা বের করো